Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিছু হটলেন মোকাব্বির, শপথে অনড় সুলতান মনসুর


৬ মার্চ ২০১৯ ২০:০১ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ২০:১৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: স্পিকারকে চিঠি দিয়েও শেষ সময়ে এসে শপথ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন গণফোরাম থেকে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচতে জিতে আসা মোকাব্বির খান। জানিয়েছেন, দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেই নতুন এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর শপথ নেওয়ার বিষয়ে অনড় রয়েছেন।

বুধবার (৬ মার্চ) রাত পৌনে ৮টার দিকে মোকাব্বির খান সারাবাংলাকে এ কথা বলেন।

তিনি বলেন, দলের চেয়ারম্যান ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুর সঙ্গে আমার কথা হয়েছে। আমি আপাতত শপথ নিচ্ছি না। পরবর্তী সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত অনুযায়ী হবে।

আরও পড়ুন- সুলতান-মোকাব্বিরের শপথ কাল, বৈঠকে গণফোরাম

মোকাব্বির খান শপথের সিদ্ধান্ত থেকে সরে এলেও গণফোরামের আরেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর এখনও শপথ নেওয়ার বিষয়ে অনড় রয়েছেন। যোগাযোগ করা হলে এই প্রতিবেদককে তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১১টাতেই শপথ নিচ্ছি।

এর আগে বুধবার দুপুরেও তিনি সারাবাংলাকে বলেছিলেন, ‘আমি আগামীকাল শপথ নিচ্ছি, এটা নিশ্চিত।’ দল অনুমতি না দিলেও শপথের বিষয়ে অনড় থাকবেন বলেও জানান তিনি। তাতে দল তাকে বহিষ্কার করলেও কিছু যায় আসে না বলে মন্তব্য করেন সুলতান মনসুর।

এর আগে, গত শনিবার (২ মার্চ) সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করা হয়। ফলে বিএনপি ছয় জনসহ ঐক্যফ্রন্টের আট প্রার্থীর শপথ গ্রহণ না নেওয়ার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

জাতীয় ঐক্যফ্রন্টের সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ৩ জানুয়ারি আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলের বিজয়ী প্রার্থীদের সঙ্গে শপথ নেননি ঐক্যফ্রন্টের বিজয়ী আট প্রার্থী। তবে পরে গণফোরামের দুই প্রার্থী ঘোষণা দেন, তারা শপথ নেবেন। সেই অনুযায়ী স্পিকারকে চিঠিও দেন তারা। জানান, ৭ মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তারা।

এদিকে, এদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গণফোরামের একাধিক নেতা। এ ক্ষেত্রে আইনি বা সাংগঠনিক ব্যবস্থা কী হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে বৈঠকে বসেন গণফোরাম নেতারা। তবে ওই বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বুধবার (৬ মার্চ) বিকেলেও মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেন তারা।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে জয় পেয়েছিলেন, সংসদ সদস্য ছিলেন ২০০১ সাল পর্যন্ত। অন্যদিকে, মোকাব্বির খান সিলেট-২ আসনে গণফোরামের প্রার্থী হিসেবে উদীয়মান সূর্য প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে জয়ী হন এবারের নির্বাচনে।

সারাবাংলা/এজেড/টিআর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট মোকাব্বির খান শপথ সুলতান মোহাম্মদ মনসুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর