ঈশ্বরদীতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
২ মার্চ ২০১৯ ০৮:৪৮ | আপডেট: ২ মার্চ ২০১৯ ০৯:১৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
পাবনা: পাবনার ঈশ্বরদীতে ডাকাত সন্দেহে অজ্ঞাত (২৭) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার পতিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ৫-৬ জনের একটি ডাকাত দল উপজেলার পতিরাজপুর গ্রামের এক বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এসময় বাড়ির মালিক ও এলাকাবাসী ধাওয়া করে একজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, পুলিশ মরদেহটি থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা হবে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
সারাবাংলা/এমএইচ