যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত ভ্যাটিকানের কোষাধ্যক্ষ
২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০০
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
অস্ট্রেলিয়ায় যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ভ্যাটিকানের কোষাধ্যক্ষ কার্ডিনাল জর্জ পেল। এখন পর্যন্ত এরকম ঘটনায় রোমান ক্যাথলিক গির্জার সদস্যদের মধ্যে দোষী সাব্যস্ত হওয়া সবচেয়ে উচ্চপদস্থ ব্যক্তি হচ্ছেন তিনি। পদ অনুসারে, ভ্যাটিকানের তৃতীয়তম প্রভাবশালী ব্যক্তি তিনি। খবর বিবিসির।
এক জুরির রায় অনুসারে, পেল ১৯৯৬ সালে মেলবোর্নের এক গির্জার গায়কদলের দুই কিশোর সদস্যকে যৌন নির্যাতন করেছেন। ঘটনার সময় তিনি মেলবোর্নে আর্চবিশপের দায়িত্ব পালন করতেন।
গত ডিসেম্বরে পেলের বিরুদ্ধে রায় দিয়েছে এক জুরি। কিন্তু আইনি কারণে এ বিষয়ে এতদিন খবর প্রকাশিত হয়নি। পেল অপরাধ অস্বীকার করেছেন।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) থেকে পেলের সাজা শুরু হবে। তিনি তার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।
৭৭ বছর বয়সি পেল ভ্যাটিকানের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তিনি ক্যাথলিক গির্জার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন।
উল্লেখ্য, সম্প্রতি বিশ্বজুড়ে ক্যাথলিক গির্জার যাজক, পাদ্রী, কার্ডিনালসহ সকল পর্যায়ের সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠছে। পাশাপাশি এসব নির্যাতন ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও ওঠেছে গির্জার বিরুদ্ধে।
সারাবাংলা/ আরএ