Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেল প্রকল্পের স্ক্রু পাইলিংয়ের উদ্বোধন


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল প্রকল্পের স্ক্রু পাইল ড্রাইভিং কাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট সংলগ্ন মাঠে সুইচ টিপে স্ক্রু পাইল ড্রাইভিং চালু করেন তিনি।

এসময় মন্ত্রী জানান, রাজধানীর কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৯২ কিলোমিটার ভায়াডাক্ট ও চারটি স্টেশন নির্মাণের জন্য পরিসেবা স্থানান্তর সম্পন্ন হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল প্রকল্পে সার্বিক অগ্রগতি ২১ দশমিক ৫০ ভাগ এবং প্রথম পর্যায়ের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অগ্রগতি ৩৫ শতাংশ। এরই মধ্যে মেট্রোরেল রুটের আড়াই কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

পুরান ঢাকা থেকে কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্যের কারখানা ও গোডাউন স্থানান্তরের বিষয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের ব্যক্তিগত মত। সরকার তার দায়িত্ব পালন করছে। আমরা দায় এড়াতে পারি না বলে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি।

এসময় ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আহত ব্যক্তিদের উদ্ধার এবং পরবর্তী সব কাজ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ গোডাউন সরানোর বিষয়েও সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

সারাবাংলা/এসএ/টিআর

ওবায়দুল কাদের মেট্রোরেল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর