Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের প্যানেলে ভিপি মোস্তাফিজ, জিএস অনিক


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৪৫

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

ঢাবি: ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেলে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি পদে লড়বেন মোস্তাফিজ রহমান, জিএস পদে খন্দকার মোহাম্মদ আনিসুর রহমান অনিক ও এজিএস পদে মোর্শেদ আলম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীসহ দলের  বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ইউনিটের নেতাকর্মীরা।

জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের অন্য সদস্যরা হলেন-স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে কানেতা ইয়ালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আশরাফুল আলম উজ্জল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মনিরুজ্জামান মামুন, ছাত্র পরিবাহন বিষয়ক সম্পাদক পদে মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম।

ডাকসু নির্বাচনে ১১টি সদস্য পদে ছাত্রদলের প্রতিদ্বন্দ্বিরা হলেন, হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল, ইমাম আল নাসের মিশুক ও আলমগীর হোসেন।

বিজ্ঞাপন

এর আগে গত শনিবার ও রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক মনোনয়ন ফরম বিতরণ করে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে দলের সিনিয়র নেতারা এর উদ্ধোধন করেন।

সারাবাংলা/কেকে/এসএমএন

ছাত্রদল ডাকসু নির্বাচন মধুর ক্যান্টিন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর