Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে হেলে পড়েছে ৫ তলা ভবন, নিরাপদে বাসিন্দারা


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৪২

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার খলিফাঘাটের কাজির গলিতে একটি  ৫ তলা ভবন হেলে পড়েছে। ঘটনাস্থলে  কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভবন হেলে পাওয়ার খবর পান ফায়ার সার্ভিস কর্মীরা। এরপরপরই এই ভবন থেকে সব বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন তারা।

ফায়ার সার্ভিস  এর ডিউটি অফিসার এরশাদুল হক সারাবাংলাকে বলেন,দুপুর সাড়ে বারোটার দিকে আমরা খবর পাই  কামরাঙ্গীরচরের দক্ষিণ রসূলপূরের কাজীর গলি এলাকায় একটি ৫ তলা ভবন হেলে পড়ছে। এ খবর পেয়ে আমাদের হাজারীবাগের টিম ঘটনাস্থলে গিয়ে ওই ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।   
সারাবাংলা/এসএইচ/জেডএফ

কামরাঙ্গীরচর ফায়ার সার্ভিস ভবন হেলে পড়া