Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাস জমি থেকে সরকারের আয় ২৯০ কোটি টাকা: ভূমিমন্ত্রী


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

সংসদ ভবন থেকে: দেশের মোট ১৩টি সেটেলমেন্ট জোনে ১২ লাখ ৬১ হাজার ৭৪০ দশমিক ৯০৪ একর খাস জমি রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সাম্প্রতিক ও চলমান জরিপে এই তথ্য উঠে এসেছে বলে জানান।

রোববার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের চলমান অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধী দলীয় প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গাঁর এক লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছেন।

ভূমিমন্ত্রী জানান, খাস জমি বন্দোবস্ত প্রদানের জন্য ‘কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭’ এবং ‘অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৫’ অনুসরণ করা হয়। গত অর্থ বছরে খাস জমি লিজ/বন্দোবস্ত দিয়ে ২৮৯ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২৪৩ দশমিক ২৮ টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এসএমএন

খাসজমি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর