ভুল স্বীকার ঢামেকের, লাশের সংখ্যা ৬৭
২১ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০০ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ২১:২৭
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ৮১ জনের লাশ পাওয়ার কথা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় বৃহস্পতিবার দুপুরে। কিন্তু এর কয়েকঘণ্টা পর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত হাসপাতালে ৬৭ জনের লাশ এসেছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ৪০ জনের মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ব্রিফিং করে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, ‘লাশের সংখ্যা নিয়ে কিছুটা ভুল হয়েছে। আমরা মোট ৬৭ জনের লাশ পেয়েছি। এর মধ্যে স্বজনরা ৪০ জনকে শনাক্ত করেছেন।’
সোহেল মাহমুদ বলেন, ‘বাকি ২৭টা মরদেহ মর্গে রাখা হয়েছে। মর্গে জায়গা না থাকায় লাশগুলো বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। সেখান থেকে চাইলে স্বজনরা লাশ শনাক্ত করতে পারবেন।’
সোহেল মাহমুদ আরও বলেন, ‘যে সব মরদেহ শনাক্ত হয়নি সেগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। মাংসপেশী, দাঁত ও হাড় থেকে এই নমুনাগুলো নেওয়া হয়েছে। সেটা মালিবাগে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।’
‘শনাক্ত না হওয়া মরদেহের জন্য স্বজনরা রোববার নিজেদের ডিএনএ নমুনা দিতে পারবেন। বাবা-মা, সন্তান কিংবা ভাই-বোন তাদের ডিএনএ নমুনা দিতে পারবেন। এরপর সেগুলো ক্রস ম্যাচিং করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’ বলেন সোহেল মাহমুদ।
লাশের সংখ্যা নিয়ে এই বিভ্রান্তি কেন জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম সারাবাংলাকে বলেন, ‘সকালে আমাদের তাড়াহুড়ো ছিল। এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও আমাদের জানানো হয়নি তারা কতগুলো ব্যাগে কতজনের লাশ এনেছেন? লাশের ব্যাগগুলো একই জায়গায় ছিল সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সরিয়ে নিতে পারিনি। পরে চূড়ান্ত গণনায় আমরা ৬৭ জনের লাশ পেয়েছি।’
সারাবাংলা/এসএসআর/জেএ/একে
আরও পড়ুন
৩ বন্ধু বেঁচে ফিরেছে, একজন লাশ, এখনও নিখোঁজ রোহান
লাশ বেড়ে ৮১, ঠাঁই হচ্ছে না ঢামেক মর্গে!
‘শিশুটিকে কোলে রেখেই পুড়ে গেলেন মা’
‘সব বডি পুড়ে কয়লা, ভাইয়ের লাশটাই খুঁজে পাচ্ছি না’
সব পুড়ে ছাই, শুধু পড়ে ছিল ৪টি খুলি
মর্গ উপচে লাশের সারি বারান্দায়, ব্যাগের ছাইয়ে প্রিয়জনের খোঁজ