Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ ছিনতাইকারী গ্রেফতার


২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:২৪ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লাহর পঞ্চবটি শিষ মহল আমতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ফতুল্লা থানা পুলিশের এসআই কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রানা, রনি, রাজা, মোবারক হোসেন। এরা প্রত্যেকে আমতলা শীষ মহল এলাকার বাসিন্দা। তাদের প্রত্যেকের বয়স ২৫ বছর থেকে ৩০ বছরের মধ্যে। এদের নামে ফতুল্লা থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলাও আছে। তাদেরকে ছিনতাই মামলায় একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতে তাদের একবছর সাজা হয়েছিল। ছিনতাইয়ের পাশাপাশি তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/ আরএ