Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে ভাটিয়ালি গানে মুগ্ধ করলেন মমতাজ


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৩৯ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৬

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে সংসদে কথা বলেন কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। বক্তৃতার শেষ পর্যায়ে তিনি স্পিকারের অনুমতি নিয়ে নিজের একটি ভাটিয়ালি গানের কয়েকটি লাইন শোনান সবাইকে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গানে গেয়ে মুগ্ধতা ছড়ান তিনি।

মানিকগঞ্জ-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগম নিজ এলাকায় মেট্রোরেল, গ্যাস সরবরাহ ও শিল্পাঞ্চল ঘোষণার দাবি জানান।

বক্তৃতার শেষ পর্যায়ে স্পিকারের অনুমতি নিয়ে সংসদে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে নিজের একটি গানের কয়েক লাইন সুর করে শোনান। এসময় স্পিকার ও সংসদে উপস্থিত অন্যান্য সংসদ সদস্যদের মুগ্ধ হয়ে শুনতে থাকেন।

বঙ্গবন্ধু সরকারকে নিয়ে গানের কথাগুলি হচ্ছে- ‘এগিয়ে চলো বাংলাদেশ, পাল উড়িয়ে দাও, এগিয়ে চলো বাংলাদেশ পাল উড়িয়ে দাও, গড়বে উন্নত দেশ এবার শেখ হাসিনার নাও (নৌকা)। ভাটিয়ালি গানের সুরে মুজিব তুমি বাইয়া যাও রে… আমরা পাব উন্নত এক সোনার বাংলাদেশ। নতুন প্রজন্মের এটাই হোক নতুন করে স্লোগান।’

সারাবাংলা/এএইচএইচ/এমএইচ

এমপি মমতাজ ভাটিয়ালি সংসদ

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর