Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে অস্ত্র-গুলিসহ ‘জেএমবি সদস্য’ গ্রেফতার


১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের সদর উপজেলার খানপুর এলাকা থেকে অস্ত্র, গুলি, উগ্রপন্থা ছড়ানোর মতো বই ও বিপুল পরিমান লিফলেটসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতার ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪০)। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব-১৩। তার বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার খানপুর গ্রামে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার খানপুর বাজার এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, আটককৃত জঙ্গিসহ অন্যরা রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে র‌্যাবের একটি বিশেষ দল নজরুল ইসলামকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে বেশকিছু বই, লিফলেট, পিস্তল, ম্যাগাজিন, কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এর মেজর সোহেল রানা প্রিন্স জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম জেএমবির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে সংগঠনের জন্য সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, চাঁদা সংগ্রহ, অস্ত্র সংগ্রহসহ বিভিন্ন কাজে জড়িত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো