Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপিয়ান আ. লীগের নতুন সভাপতি নজরুল, সম্পাদক মুজিব


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৩৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪৭

।। ইসমাইল হোসেন স্বপন, ইতালী থেকে ।।

ইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে নিয়োগ পেয়েছেন অস্ট্রিয়ার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন ফ্রান্সের মুজিবুর রহমান মুজিব।

সম্প্রতি জার্মান সফরকালীন সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ইউরোপিয়ান আওয়ামী লীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

সদ্য ঘোষিত সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানান, পরবর্তীতে এই দু’জন পরে সকলের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি করবেন।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, তাদের প্রতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে আস্থা তার প্রতি পূর্ণ সম্মান রেখে দলের জন্য কাজ করবেন ।

উল্লেখ্য, এতদিন নজরুল ইসলাম ইউরোপিয়ান আওয়ামী লীগের সহসভাপতি ও ফ্রান্সের মুজিবুর রহমান মুজিব যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন ।

সারাবাংলা/ আরএ

ইউরোপিয়ান আওয়ামী লীগ নতুন কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর