Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিন আমিন ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান


১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৪২

।। শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট।।

ইজতেমা ময়দান থেকে: দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হওয়া মোনাজাতে লাখো মুসলি অংশ নিয়েছেন। পরে ১১টা ৬ মিনিটে শেষ হয় প্রথম পর্বের আখেরি মোনাজাত।

মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল মসজিদের মুরব্বি ও তাবলিগ জামাতের শুরা সদস্য হাফেজ মাওলানা জোবায়ের। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন তিনি।

এরআগে আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসেন তুরাগ তীরে। ফজরের নামাজের পর থেকেই বিশেষ ট্রেন, বাসসহ বিভিন্নভাবে এসে ইজতেমা মাঠ ও তার আশপাশে অবস্থান নেন মুসল্লিরা।

টঙ্গীর পথে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে মোনাজাতে অংশ নিতে চার দিক থেকে মুসল্লিরা পায়ে হেঁটেই ইজতেমাস্থলে পৌঁছেন।

মাঠে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মানুষ কামাড়পাড়া সড়ক ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে আখেরি মোনাজাতের জন্য খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েন।

সকাল সাড়ে ৮টার মধ্যেই মুসল্লিদের ভিড় ইজতেমা মাঠের আশপাশের রাস্তা, অলিগলিতে ছড়িয়ে পড়ে। এছাড়াও বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদে, যানবাহনের ছাদে ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। মাঠে মুসল্লিদের স্থান সংঙ্কুলান না হওয়ায় ২০১১সাল থেকে টঙ্গীতে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রথম বছর যারা (যে ৩২ জেলার মুসল্লি) টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতেন তারা পরবর্তী বছর সেখানে যেতেন না। ২০১৫ সাল থেকে প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমার পাশাপাশি জেলায় জেলায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমএইচ

ইজতেমা ময়দান মুসল্লি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর