Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমবয়ানে শুরু প্রথম পর্বের ইজতেমা, চলছে জিকির-তালিম


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:৫৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

গাজীপুর: টঙ্গীর তুরাগ নদীর তীরে ফজরের নামাজের পর থেকে ইজতেমার প্রথম দিনের আমবয়ান শুরু হয়েছে। ফজরের নামাজের পর থেকে আম বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তরজমা করেন বাংলাদেশের নূরুর রহমান। এরই মধ্যে ইজতেমা ময়দানে লাখো মুসল্লি এসে অবস্থান নিয়েছেন। ময়দানের ভিতরে চলছে বয়ান, জিকির, তালিম আর মাশোয়ারা। মুসুল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যাবস্থা ।

বিজ্ঞাপন

দেশের মুসল্লিদের পাশাপাশি বহু বিদেশি মেহমানও উপস্থিত হয়েছেন টঙ্গীর ইজতেমায়। যদিও ইজতেমা অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা ও বারবার তারিখ পরিবর্তনের কারণে তাদের সংখ্যা কম বলে মনে করছেন ইজতেমার শীর্ষ মুরব্বিরা। তারা বলছেন, শেষ মুহূর্তে অল্প সময়ের নোটিশে আয়োজন করায় ভিসা জটিলতায় অনেকেই ইজতোয় যোগ দিতে পারেননি।

আরও পড়ুন- তুরাগ তীরে শুরু চারদিনের বিশ্ব ইজতেমা

এদিকে, টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে এরই মধ্যে চার মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন— ফেনীর শফিকুর রহমান (৫৮), কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার মো. আব্দুল জব্বার ওরফে রাজ্জাক (৪২) ও একই জেলার মোহাম্মদ আলী (৫৫)।

মাজলেহাল জামাতের জিম্মাদার মো. আদম আলী জানান, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মো. আলী এবং বুধবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান। বৃহস্পতিবার বাদ ফজর ও বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাদের লাশ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, জোবায়ের পন্থীদের ইজতেমা আজ ১৫ ফেব্রয়ারি শুরু হয়ে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এর পরদিন ১৭ ফেব্রুয়ারি শুরু হবে সাদপন্থীদের ইজতেমা, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

ছবি: হাবিবুর রহমান

সারাবাংলা/জেএএম

আমবয়ান ইজতেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর