Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমায় কোনো বিশৃঙ্খলা হলে বরদাস্ত করা হবে না: র‌্যাব ডিজি


১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৩

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: তাবলিগ জামাতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন করে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।  তিনি বলেন, ‘তাবলিগের উভয় পক্ষের মুরুব্বিরা লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। তাই সুষ্ঠুভাবে মিলেমিশে ইজতেমা শেষ করার দায়বদ্ধতা রয়েছে মুরব্বিদের।  ইজতেমায় কোনো বিশৃঙ্খা ঘটলে বরদাস্ত করা হবে না।’  বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

র‌্যাবের ডিজি বলেন, ‘তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় ইজতেমা অনুষ্ঠানে নিজেদের গ্রুপিংয়ের কারণে কোনো প্রকার ব্যত্যয় ঘটে তাহলে সে দায় তাবলিগের মুরুব্বিদের। ’

ইজতেমাকে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে র‌্যাবের ডিজি বলেন, ‘দুই পক্ষের সৃষ্ট জটিলতাকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ যেন সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ’

ইজতেমায় র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘নিজস্ব পোশাকের চেয়ে সাদা পোশাকের র‌্যাবের সদস্যরা বেশি থাকবেন।  সব সময় মুরুব্বিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে।  কেউ গুজবে কান দেবেন না।  গুজব সৃষ্টিও করবেন না।  কোনো তথ্য পেলে তা যাচাই না করেই কাউকে শেয়ার করবেন না।  আপনারা যাচাই করতে না পারলে প্রয়োজনে র‌্যাবকে জানাবেন। ’

বিজ্ঞাপন

ইজতেমায় আগত বিদেশি অতিথিদের ব্যাপারে র‌্যাবের ডিজি বলেন, ‘বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত সংখ্যক বিদেশি মেহমান এবারে বিশ্ব ইজতেমায় আসছেন।  কোনো দুর্ঘটনা ঘটলে দেশের সম্মান ক্ষুণ্ন হবে।  তাই এমন কোনো ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো ইজতেমাকে সিসিটিভির আওতায় এনেছি। ’

সারাবাংলা/ইউজে/এমএনএইচ

ইজতেমা র‌্যাব ডিজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর