Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজশাহীর মিলি ভাইস চেয়ারম্যান নির্বাচিত


১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খাতুন মিলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) যাচাই বাছাই শেষে এই পদে আর কোন প্রার্থী না থাকায় তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ পদে নির্বাচন করতে সোমবার (১১ ফেব্রুয়ারি) শুধু তিনিই মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এ সময় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মিলিকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নারী নেত্রী মিলি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি গোদাগাড়ী পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তার বাড়ি পৌর এলাকার সারাংপুর-কাচারিপাড়া মহল্লায়।

সারাবাংলা/এসএম/এমএইচ

উপজেলা নির্বাচন নারী নেত্রী মিলি রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর