Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৬

।। স্পেশালকরেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করায় ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকরকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়। এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) তারেক মোহাম্মদ সারাবাংলাকে জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের সরকারি ওয়েবসাইটে মানহানিকর বিভিন্ন লেখা প্রকাশ করা হয়েছে। এর প্রতিবাদে এবং বিষয়টি কী তা জানার জন্য ঢাকায় পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকরকে ডাকা হয়েছিল।

তিনি বলেন, এদিন কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পাশাপাশি লিখিত একটি প্রতিবাদপত্রও দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআইএল/এটি

পাকিস্তান হাইকমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর