Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির অভিযোগে বিমানবন্দর কর্মকর্তাসহ ৫ জন কারাগারে


১১ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৫৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার বিমানবন্দরের ৪ কর্মকর্তা সহ পাঁচ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জামিনের আবেদন প্রত্যাখ্যান করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক খোন্দকার হাসান মাহমুদ ফিরোজ।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহাবুদ্দিন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুর্মিটোলা ঢাকার সাবেক সহকারি পরিচালক (ই/এম) ভবেশ চন্দ্র সরকার, কক্সবাজার বিমানবন্দরের সাবেক ম্যানেজার মো. হাসান জহির, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুর্মিটোলা ঢাকার নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহীদুল অফরোজ।

আদালত সূত্রে জানা যায়, কক্সবাজার বিমানবন্দরে ২০১৪-১৫ অর্থবছরে জেনারেটর ক্রয়ের নামে ৬০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্সে।

এ অভিযোগের প্রেক্ষিতে দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে চলতি বছরের ৬ জানুয়ারি কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন।

সারাবাংলা/ আরএ

কক্সবাজার দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর