Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে


১০ ফেব্রুয়ারি ২০১৯ ২২:০১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ২২:২৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মিয়ারমারের রাখাইন থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল। অন্যদিকে, রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

রোববার (১০ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদল তার বক্তব্যে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। অন্যদিকে, তার বক্তব্য শেষ হওয়ার পরপরই রুস্তম আলী ফরাজী ফ্লোর নিয়ে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন।

মইন উদ্দিন খান বাদল বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের তৎপরতা আগের চেয়ে কমে গেছে। একটি সময় আসবে, তারা এই দেশে অনেক কিছু দাবি করবে। তাই দ্রুত তাদের ফেরৎ পাঠানোর জন্য তৎপর হতে হবে। একইসঙ্গে এই সমস্য সমাধানে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রকেও যুক্ত করার প্রস্তাব করেন তিনি।

জাসদ নেতা বলেন, বাংলাদেশকে রোহিঙ্গাদের সেফ জোনে পরিণত করবেন না। গত সংসদে প্রস্তাব করেছিলাম, রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী যে পাঁচটি প্রস্তাব দিয়েছিলেন, তার মধ্যে আমার এই প্রস্তাবটি যুক্ত করেছিলেন। রোহিঙ্গাদেরকে দয়া করে আর বাংলাদেশে ঢোকাবেন না। এদেরকে ঠ্যাঙার চরে জায়গা দিচ্ছেন, এটা দেবেন না। সেফ জোন আমাদের দেশের মধ্যে করবেন না। মিয়ানমার একসময় বলবে, আপনাদের লোক আপনারা নিয়ে গেছেন। তারা এখন রোহিঙ্গা ল্যান্ডের কথা বলছে। রোহিঙ্গা ল্যান্ড তো মিয়ানমারের আকিয়াব। বার্মিচরা সারাবিশ্বে খোঁচাখুঁচি করায় পারদর্শী। আমি মনে করি, এই সমস্যা সমাধানে ভারত ও চীনের সহযোগিতা প্রয়োজন। সেই সঙ্গে আরেকটি দেশ যুক্তরাষ্ট্রকেও যুক্ত করা দরকার।

বিজ্ঞাপন

রুস্তম আলী ফরাজী বলেন, রোহিঙ্গা আরও আসছে, কিন্তু ফিরিয়ে নেওয়ার কোনো কথা নেই। জাতিসংঘকে আরও তৎপরতা বাড়াতে হবে। সমস্যা সমাধানে সৌদি আরব, জাতিসংঘকে এক করে আনতে হবে। এই সমস্যা সমাধান করতে না পারলে এটি বিষ ফোঁড়া হয়ে দাঁড়াবে। এর জন্য সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা যেতে পারে। এই কমিটি মিয়ানমার গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত দিতে পারে, যেটা সরকারের সহযোগিতা হবে। এই কমিটি গঠনের জন্য সংসদে একটি নোটিশ দেওয়া যেতে পারে।

রুস্তম আলী ফরাজীর এই প্রস্তাবের পর স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, আপনি যেহেতু একটি নোটিশ দেওয়ার কথা বলেছেন, তাহলে আপনিই একটি নোটিশ দিতে পারেন। একটি নোটিশ আপনারা দয়া করে দেন। নেটিশ দিলে আমরা বিবেচনায় আনার চেষ্টা করব।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

রোহিঙ্গা সংকট রোহিঙ্গা সমস্যা

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর