সরস্বতী পূজার মণ্ডপ পরিদর্শন করলেন স্পিকার
১০ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৪১ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় অঙ্গনে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সারস্বতোৎসব সমন্বয় পরিষদ আয়োজিত সংক্ষিপ্ত কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সরস্বতী পূজার সার্বিক সাফল্য কামনা করেন এবং সবাইকে শুভেচ্ছা জানান। পরে তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, বীরেন শিকদার, পংকজ নাথ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/টিআর
শিরীন শারমিন চৌধুরী সরস্বতী পূজা স্পিকার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী