Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রকে অপহরণ নিজস্ব গাড়ির চালকের পরিকল্পনায়: পুলিশ


৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ১৫ দিন আগে ব্যবসায়ীপুত্রকে অপহরণের ঘটনায় ‍দুই গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ওই ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালক। গ্রেফতারের পর অপহরণের পরিকল্পনাসহ পুরো বিষয় স্বীকার করে তারা আদালতে জবানবন্দি দিয়েছে।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুই গাড়িচালক চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে দুজন জবানবন্দি দিয়েছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওসি জানান, অপহরণের মূল পরিকল্পনাকারী ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালক সাইফুল ইসলাম স্বপনকে (৩০) নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে শুক্রবার ভোরে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগী মো. আলমগীরকে (২৫) নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে নগরীর লালদিঘীর পাড়ে সরকারি মুসলিম হাইস্কুলের সামনে থেকে অপহরণের শিকার হয় ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সাইদুল ইসলাম শামীদ। তার বাবা শামসুল ইসলাম নগরীর রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী।

খবর পেয়ে পুলিশ নগরীর বিভিন্নস্থানে অভিযান শুরু করলে ওইদিন দুপুর সাড়ে তিনটার দিকে অপহরণকারীরা তাকে নগরীর ঘাটফরহাদ বেগ এলাকায় ছেড়ে দেয়।

গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো.কামরুজ্জামান সারাবাংলাকে জানান, স্বপন প্রতিদিন স্কুল ছুটির পর প্রাইভেট কারে করে শামীদকে বাসায় নিয়ে যায়। শামীদকে অপহরণের পুরো পরিকল্পনা তার। সে আলমগীরসহ কয়েকজন সহযোগীর সঙ্গে মিলে পরিকল্পনা করে।

বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন স্কুলছুটির পর শামীদকে আনতে স্বপন না গিয়ে পাঠায় আলমগীরসহ সহযোগীদের। তারা শামীদকে স্বপন পাঠিয়েছে জানিয়ে ভুল বুঝিয়ে প্রাইভেট কারে তুলে নেয়। এরপর তাকে জিম্মি করে তার বাবার কাছে মুক্তিপণ দাবি করে।

স্কুলছুটির কিছুক্ষণ পর শামীদের মা সেখানে পৌঁছান। তখন স্বপনও স্কুলে গিয়ে শামীদকে খোঁজাখুজির অভিনয় করে। এরপর স্বপন শামীদের বাবার সঙ্গে থানায় যায়। অপহরণকারীদের ধরতে এবং স্কুলছাত্রকে উদ্ধারে পুলিশ দ্রুত অভিযান শুরু করলে স্বপন থানায় বসে কৌশলে অপহরণকারীদের বিষয়টি জানিয়ে দেয় বলে জানান পুলিশ পরিদর্শক কামরুজ্জামান।

‘শুরু থেকেই স্বপনকে আমাদের সন্দেহ হচ্ছিল। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের সঙ্গে স্বপনের যোগাযোগের বিষয়টি আমরা নিশ্চিত হই। স্বপনকে গ্রেফতারের পাশাপাশি তার তথ্য অনুযায়ী আলমগীরকেও গ্রেফতার করি।’ বলেন পুলিশ পরিদর্শক কামরুজ্জামান।

ওসি মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিজস্ব গাড়ির চালকদের সমন্বয়ে একটি অপরাধী চক্র নগরীতে মাথাচাড়া দিয়ে উঠেছে। গ্রেফতার স্বপন ও আলমগীর এই চক্রের সঙ্গে যুক্ত। তাদের আরও কয়েকজন সহযোগী আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/আরডি/এনএইচ

অপহরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর