বন্যার পানিতে সাপ-কুমির, সাঁতার কাটতে মানা
৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৪
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
জীব-জন্তুর বৈচিত্র্যের জন্য অস্ট্রেলিয়ার পরিচিত ভিন্ন রকমের। দেশটির রাস্তায়, পার্কে অথবা কখনো কখনো ঘরেই হানা দেয় নানা বন্যপ্রাণী। তবে এবার টাউনসভেইল শহরের বন্যার পানিতে সাপ ও কুমির লোকালয়ে চলে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তাই নগরবাসীকে সাবধান করা হয়েছে তারা যেন ঘরেই অবস্থান করে ও পানিতে সাঁতার কাটা থেকে বিরত থাকে।
উল্লেখ্য, গত ১০ দিনের বৃষ্টিতে টাউনসভেইল শহরে ৩ ফুটের বেশি পানি জমেছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ছোট ছোট নৌকা, ট্যাঙ্ক ও ট্রাক দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। বন্যায় এ পর্যন্ত দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছেন, ১৯৯৮ সালের পর থেকে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আরও দু একদিন বর্ষণ অব্যাহত থাকবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। উদ্ধার তৎপরতায় সকলের প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি।
এর আগে, জানুয়ারি মাসে অ্যাডিলেডে সর্বোচ্চ ৪৭.৭ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দাবানলে তাসমানিয়ায় পুড়ে যায় অনেক ঘর-বাড়ি। মৃত্যু হয় অনেক বন্যপ্রাণীর।
সারাবাংলা/এনএইচ