Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ট্রাক চাপায় আ. লীগ নেতার মৃত্যু


৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ: রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় প্রাণ হারালেন সিরাজগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল (৫৫)। তিনি উল্লাপাড়া উপজেলার হার্টিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের বাসিন্দা ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) শাহীন রেজা বলেন, সকালে চড়িয়া শিকার কবরস্থান এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল জলিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরে বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ