Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌখিক ছাড়পত্র পেলো ‘ফাগুন হাওয়ায়’, সার্টিফিকেটের অপেক্ষা


৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:০৭ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১১

‘ফাগুন হাওয়ায়’ ছবির একটি দৃশ্যের স্থিরচিত্র।

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৌকির আহমেদ নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়ায়’। ভাষার মাস ফেব্রুয়ারির ১৫ তারিখ ছবিটি মুক্তি পাবার কথা আছে।

এদিকে রোববার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড সদস্যরা ছবিটি দেখেছেন। দেখার পর ছবিটিকে আনকাট ছাড়পত্র দেয়ার মৌখিক সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা। তবে সেন্সর বোর্ডের একজন সদস্য অনুপস্থিত থাকায় আজ সোমবার (৪ ফেব্রুয়ারি) ছবিটি পুনরায় দেখা হবে। তারপর ছবিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।


আরও পড়ুন :  খাঁটি প্রেমিক হবেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী


সারাবাংলাকে চলচ্চিত্র সেন্সরবোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার বলেন, ‘গতকাল আমাদের একজন সম্মানিত সদস্য ছবিটি দেখতে পারেননি। তিনি আজ দেখবেন। তারপর সবার সম্মতি নিয়ে ছাড়পত্র দেয়া হবে। যদিও ইতোমধ্যে মন্ত্রনালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেয়া হয়েছে।’

‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, রওনক হাসান, আবুল হায়াত,বলিউড অভিনেতা যশপালসহ আরও অনেকে। ইতোমধ্যে ছবিটির ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে অন্তর্জালে।  ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে  দি অভি কথাচিত্র।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   ক্যান্সার চিকিৎসার মধ্যেই ফিরলেন শুটিংয়ে

.   তারকাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন আসিফ আকবর টিম

.   নাগরিক প্রেমের আখ্যান নিয়ে মিউজিক্যাল ফিল্ম ‘এমন মানুষ’

.   চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিতরা দায়িত্ব নিলেন

.   রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

.   আলাউদ্দিন আলীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান


বিজ্ঞাপন

আবুল হায়াত তৌকির আহমেদ নুসরাত ইমরোজ তিশা ফাগুন হাওয়ায় যশপাল সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর