Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা


২ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:০৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, নিহত দুই ব্যক্তি ওই গ্রামে গরু চুরি করতে এসেছিলেন।

শনিবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নাওলায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার জানান, কালিয়াকৈরের নাওলায় বরিয়াবহ এলাকার আব্দুস সামাদের বাড়িতে গরু চুরি করতে যায় একদল চোর। বাড়ির মালিক ও স্থানীয়রা তাদেরকে ধাওয়া দিলে দুইজন ধরা পড়ে। বাকিরা পালিয়ে যায়। একপর্যায়ে অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সারাবাংলা/এমএইচ/এসএমএন

গণপিটুনি গরুচোর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর