শিশুদের যৌন নির্যাতনকারী ৩০০ যাজকের নাম প্রকাশ করলো টেক্সাস
১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৪
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রোমান ক্যাথলিক নেতারা শিশু নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত ৩০০ যাজকের নাম প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) শিশু নির্যাতনকারী যাজকদের নতুন এই তালিকা প্রকাশ করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এখন পর্যন্ত গির্জা কর্তৃপক্ষের প্রকাশ করা নির্যাতনকারী যাজকদের সবচেয়ে বড় তালিকা এটি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রজুড়ে যাজকদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। কোন কোন অভিযোগ কয়েক দশক পুরনো। কিন্তু এসব অভিযোগ নিয়ে যথাযথ তদন্ত না হওয়ার অভিযোগ রয়েছে। এমনকি এসব অভিযোগ ধামাচাপা দেওয়ার অভিযোগও রয়েছে গির্জা কর্তৃপক্ষের বিরুদ্ধে। নতুন করে এসব খতিয়ে দেখছে মার্কিন সরকার।
বৃহস্পতিবার প্রকাশিত তালিকাটি টেক্সাসের ১৫টি ক্যাথলিক ডায়োসিস (ধর্মপ্রদেশ) থেকে অনলাইনে পোস্ট করা হয়। এর আগে গত আগস্টে পেনসিলভানিয়ায় এসব অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এসব অভিযোগের মধ্যে কোনটি সাত দশকেরও বেশি সময় পুরনো।
ইউএস কনফারেন্স অফ ক্যাথলিক বিশপস’র প্রধান ও টেক্সাসের গ্যালভেস্টন-হুস্টন ডায়োসিসের কার্ডিনাল ড্যানিয়েল ডিনার্দো বলেন, টেক্সাসের বিশপরা অভিযুক্ত যাজকদের নাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এটা করাই ঠিক ও ন্যায্য।
এছাড়া যারা নিপীড়িত হয়েছে তাদের শান্তনা ও আশা প্রদানের জন্যও এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, তালিকা প্রকাশ হলেও অভিযুক্ত যাজকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তা নিশ্চিত নয়।
উল্লেখ্য, অভিযুক্ত যাজকদের অধিকাংশই ইতিমধ্যে মৃত।
সারাবাংলা/আরএ