Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঈশ্বর ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে চেয়েছেন’


৩১ জানুয়ারি ২০১৯ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেছেন, ঈশ্বরই চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হোক। ধর্মভিত্তিক টিভি চ্যানেল ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ককে (সিবিএন) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

বুধবার (৩১ জানুয়ারি) প্রচার হওয়া অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ডেভিড ব্রুডি ও জেনিফার উইশহোন।

সারাহ বলেন, আমি মনে করি ঈশ্বর আমাদের সবাইকে দিয়ে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য পূরণ করছেন। তিনি ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবেই দেখতে চেয়েছেন। তাই তিনি দায়িত্ব পেয়েছেন এবং  মানুষের বিশ্বাস ও ভালোবাসার এত কাজ করতে পেরেছেন।

বিজ্ঞাপন

তিনি এসময় ডেমোক্রেটিক পার্টির সমালোচনা করে বলেন, তাদের কাছ থেকে নৈতিক শিক্ষা নেওয়াটা খুব কঠিন। মেক্সিকো সীমান্তে ট্রাম্পের প্রস্তাবিত দেয়াল নির্মাণে ডেমোক্রেটদের বাধা অনৈতিক।

সারাহ বলেন, দেশের মানুষের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা মার্কিন প্রেসিডেন্টের নৈতিক দায়িত্ব।

সারাবাংলা/এনএইচ