Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক টিকিটে বাস-রেল ও বিমান ভ্রমণ: পরিকল্পনামন্ত্রী


২৯ জানুয়ারি ২০১৯ ১৯:০৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৯:২০

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: সাধারণ মানুষ যাতে এক টিকেটে রেল, সড়ক ও নৌ পথে যাতায়াত করতে পারেন সেজন্য একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে নতুন সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একনেক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এম এ মান্নান বলেন, ‘একনেক সভায় প্রধানমন্ত্রী আলাপচারিতায় ও কথাবার্তায় কিছু কিছু অনুশাসন দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, রেল, সড়ক, পানি ও বিমান– এগুলোকে আমরা সমন্বিত করব। জাতীয় গ্রিড হবে, সমন্বিত গ্রিড হবে।’

‘এগুলোর জন্য আমরা সমন্বয়ে বিভিন্ন কাজ করব। সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতেই হবে, বলেছেন তিনি (শেখ হাসিনা)’ – যোগ করেন পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, ‘উদাহরণ দিয়ে বলি, এমন সময় আসবে চট্টগ্রামের টিকিট কিনবেন, সেই টিকিটে ট্রেনে ঢাকায় এসে, একই টিকিটে স্ট্রিমারে করে বরিশালে যেতে পারবেন। এটা সম্ভব। বিদেশিরাও তাই করে। এ রুটগুলো সমন্বয়ের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’

তিনি বলেন, ‘এ কথা কেন বললাম, ইউরোপের বিভিন্ন দেশে এক টিকিটে বাস, ট্রেন ও স্ট্রিমার– তিনটাতে ঘোরাফেরা করা যায়। আমাদের এখানে করা সম্ভব। অসম্ভব কিছু নয়।’

পরিকল্পনামন্ত্রী জানান, রংপুর বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ১২৩ কোটি ৮৫ লাখ টাকা। জানুয়ারি ২০১৯ থেকে জুন ২০২২ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রংপুর উপকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা ২২০ মেগাওয়াট বৃদ্ধি পাবে এবং রংপুর বিভাগে ১ লাখ ৮০ হাজার নতুন সংযোগ দেওয়া হবে।’

বিজ্ঞাপন

বিদ্যুৎ বিতরণে অনুমোদিত অন্য প্রকল্পটি ‘রাজশাহী বিভাগ বিদ্যুৎ বিতরণ লাইন ও উপকেন্দ্র সম্প্রসারণ এবং পুনর্বাসন’ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন,  ‘এটি জানুয়ারি ২০১৯ থেকে জুন ২০২২ মেয়াদে বাস্তবায়িত হবে।  এতে খরচ হবে ১ হাজার ৯১ কোটি ৩২ লাখ টাকা। এই প্রকল্প বাস্তবায়নের ফলে রাজশাহী উপকেন্দ্রের ৪৭০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়বে। ’ পাশাপাশি রংপুর বিভাগে ২ লাখ ৩৫ হাজার নতুন সংযোগ দেওয়া হবে বলেও তিনি জানান।

সারাবাংলা/জেজে/এমএইচ

রেল সড়ক সমন্বয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর