Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও একজন


২৮ জানুয়ারি ২০১৯ ২২:৪৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর : দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে ১৮ জানুয়ারি রাতে এক নারীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আরও একজন গ্রেফতার হয়েছেন। এই নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হলো।

সোমবার (২৮ জানুয়ারি) রাতে কাটলা ইউনিয়নের নিজ বাড়ি থেকে দেলোয়ার হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

গত ১৮ জানুয়ারি রাতে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি লিচু বাগানে পাঁচজন মিলে এক নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হলে পুলিশ এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করে। ঘটনার ১০ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা সোহেল রানা অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেন। মামলায় দেলোয়ার চার নম্বর আসামি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মামলার পরের দিনই একজনকে গ্রেফতার করা হয়। পলাতক তিন আসামির মধ্যে আজ আরও একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। আশা করছি বাকি দুইজনকে খুব দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে পারবো।

সারাবাংলা/এসএমএন

গণধর্ষণ গ্রেফতার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর