Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর বায়ুদূষণ বন্ধে হাইকোর্টের রুল


২৮ জানুয়ারি ২০১৯ ১৬:০৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ১৬:১৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানী ঢাকার বায়ু দুষণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অতিরিক্ত বায়ুদুষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ জানুয়ারি) বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ধুলা-বালি, চট্টগ্রাম, পরিবেশ দূষণ

এছাড়া রাজধানীর যেসব এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড চলছে যেসব এলাকা আগামী ১৫ দিনের মধ্যে ঘেরাও করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আদালতকে অবহিত করতে নির্দেশ দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তাদের এই আদেশ পালন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ধুলা-বালি, চট্টগ্রাম, পরিবেশ দূষণ

ঢাকার বায়ু দুষণ রোধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

সারাবাংলা/এজেডকে/একে

বায়ুদূষণ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর