Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিজিৎ হত্যা মামলায় প্রতিবেদন দাখিল ১৩ ফেব্রুয়ারি


১৬ জানুয়ারি ২০১৮ ১৮:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম কোনো প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলাটিতে গত ৬ নভেম্বর ধরিয়ে দিতে পুরস্কার ঘোষিত আসামি আবু সাকিব ওরফে সোহেল আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন

গত ৫ নভেম্বর রাতে মোহাম্মপুরের ইকবাল রোডে অভিযানে চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লআহ বাংলা টিম) ইন্টেলিজেন্স শাখার এই সদস্য সোহেলকে গ্রেফতার করা হয়।

অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পরে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এআই/একে