Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ বারেও দাখিল হয়নি রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন


১৬ জানুয়ারি ২০১৮ ১৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এর আগে ১৯ বার দিন ঠিক করা হলেও দাখিল হয়নি প্রতিবেদন।

আগামী ২৮ ফেব্রুয়ারি মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০তম বার হিসেবে নতুন করে দিন ঠিক করা হয়েছে। 

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কে এম মাঈন উদ্দিন সিদ্দিকী নতুন করে এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোন একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

সারাবাংলা/এআই/এমআই

বিজ্ঞাপন

আরো