Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই পুলিশ কর্মকর্তাকে সম্মান জানালো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল


২৬ জানুয়ারি ২০১৯ ১৭:৫০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৭:৫১

।। সারাবাংলা ডেস্ক।।

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ক্যাপ্টেন পদে পদোন্নতি পাওয়ায় দুই বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাকে সম্মান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক। শুক্রবার (২৫ জানুয়ারি) এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দুই পুলিশ কর্মকর্তাকে সম্মান জানানো হয়।

এ বিষয়ে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পাঠানো এক বিবৃতিতে বলা, ‘প্রথমবারের মতো বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে জনাব খন্দকার আব্দুল্লাহ নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন যা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবময়। ক্যাপ্টেন আব্দুল্লাহ তার যোগ্যতা ও কর্মদক্ষতার মাধ্যমে এনওয়াইপিডিতে এই সম্মানজনক পদ লাভ করেছেন। অন্য পুলিশ কর্মকর্তা জনাব সাইদ আলী সম্প্রতি সাবওয়ে স্টেশনে একাই পাঁচজন দুষ্কৃতিকারীকে প্রতিহত করে ডিপার্টমেন্টের সুনাম বৃদ্ধির পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। নববর্ষের পূর্বমুহূর্তের ঘটনাটি সেসময় নিউইয়র্কে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল এবং নিউইয়র্ক সিটি মেয়র বিল দ্য ব্লাজিও তার এক টুইটার বার্তায় পুলিশ অফিসার আলীর পেশাদারিত্ব ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।’

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মান্যবর জনাব মাসুদ বিন মোমেন। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনার-এর প্রতিনিধি হিসেবে ব্রুকলীন ব্যুরো সাউথ পেট্রল এর নির্বাহী কর্মকর্তা ও ডেপুটি চিফ চার্লস শল, বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি সুজাত খান এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বাপার অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানস্থলে প্রদর্শিত একটি ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাস্যোজ্জ্বল ছবি দেখিয়ে চার্লস স্কল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যাতম সফল নারীনেত্রী। তিনি নারী ক্ষমতায়নের প্রতিভূ। তার মতো বিশ্বনেতার গতিশীল নেতৃত্বে আরও এগিয়ে যাবে বাংলাদেশ।’

রাষ্ট্রদূত মাসুদ বলেন, ‘আমার প্রত্যাশা, যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিসহ সারা বিশ্বের সকল প্রবাসী বাঙালি সম্প্রদায়ের বেড়ে উঠা নতুন প্রজন্ম ক্যাপ্টেন আব্দুল্লাহ ও অফিসার আলীর সাফল্যে অনুপ্রাণিত হবে। তারা মেধা ও জ্ঞানের সৌকর্যে উজ্জ্বীবিত হয়ে বর্হিঃবিশ্বে স্ব স্ব দেশ ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা সম্মাননা প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, ‘কনস্যুলেটের এই হল ঘরে প্রতিদিন অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের আমরা কনস্যুলার সেবা দিয়ে থাকি, আজ এই ঘরেই এমন দুজন সফল বাংলাদেশি-আমেরিকানকে আমরা সম্মাননা জানালাম যারা শুধু আমেরিকারই নয় বাংলাদেশের জন্যও সমান গর্বের। যদি আজ জাতির পিতা বেঁচে থাকতেন বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভুত প্রবাসীদের এমন অব্যাহত সাফল্য দেখে নিশ্চয়ই মুগ্ধ হতেন’।

কনসাল জেনারেল বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তাগণের প্রতি আহবান জানান, যেন তারা অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে আমেরিকা তথা সারাবিশ্ব এবং স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’-কে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান সাংবাদিককৃন্দ ছাড়াও মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআই

পুলিশ বাংলাদেশ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর