Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝাল-মুড়িওয়ালার ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু


২৫ জানুয়ারি ২০১৯ ০২:১৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

যশোর: যশোরের অভয়নগরে ঝালমুড়ি বিক্রিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটির এক সদস্যের মৃত্যু হয়েছে। মৃত যুবলীগ সদস্য জাহিদুল খাঁ (৩৫) উপজেলার মশরহাটি গ্রামের ইব্রাহিম খার ছেলে। অভিযুক্ত ঝাল-মুড়িওয়ালা ইমরান শেখকে (২৭) গণধোলাই দিয়ে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভ্যানে করে এক ঝাল-মুড়িওয়ালা ঘাটে আসে। এ সময় জাহিদুল ঝাল-মুড়িওয়ালাকে ঘাটের বাইরে গিয়ে বিক্রি করতে বলে। কিন্তু সে বাইরে না গিয়ে জাহিদুলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে তার হাতে থাকা ছুরি দিয়ে জাহিদুলের বামপাশের পাঁজরে আঘাত করলে জাহিদুল মাটিতে পড়ে যায়। গুরুতর অবস্থায় জাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ‘অভিযুক্ত ঝাল-মুড়িওয়ালাকে ঘাট শ্রমিকরা ছুরিসহ ধরে পুলিশে সোপর্দ করেছে। তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের ময়না তদন্ত ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/ এমএইচ

খুন ঝালমুড়ি হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর