Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারো বিশ্রামে মেসি


২৩ জানুয়ারি ২০১৯ ১৬:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে থাকছেন না বার্সার নিয়মিত দলপতি লিওনেল মেসি। বুধবার রাতে তাকে ছাড়াই মাঠে নামবে কাতালানরা। তবে, স্কোয়াডে রাখা হয়েছে মাত্রই বার্সায় নাম লেখানো ঘানার তারকা কেভিন প্রিন্স বোয়েটাং। ইতালিয়ান ক্লাব সাসৌলো থেকে ধারে বার্সায় খেলতে এসেছেন তিনি।

মেসির সঙ্গে বার্সার কোচ আরনেস্টো ভালভারদে স্কোয়াডে রাখেননি অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুসকেটসকে। আক্রমণভাগ লুইস সুয়ারেজের সঙ্গে থাকছেন ফিলিপ কুতিনহো। উসমান দেম্বেলে ইনজুরির কারণে ছিটকে গেছেন চার ম্যাচের জন্য। তাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ দিয়েই বোয়েটাংয়ের কাতালান জার্সিতে অভিষেকটা হয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

এর আগেও মেসিকে বিশ্রামে রাখা হয়েছিল। শেষ ষোলোতে লেভান্তের বিপক্ষে প্রথম লেগে মেসিকে ছাড়া বার্সা হেরেছিল ২-১ ব্যবধানে। তবে, দ্বিতীয় লেগে মেসিকে ফিরিয়ে আনা হয়। দল জেতে ৩-০ গোলে। যেখানে দেম্বেলে-মেসি দুজনই গোলের দেখা পেয়েছিলেন। এরপর লিগের সবশেষ ম্যাচেও জিতেছে বার্সা, লেগানেসের বিপক্ষে সেই ম্যাচটিতেও গোল পান মেসি-দেম্বেলে, দল জেতে ৩-১ ব্যবধানে।

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে রোমার বিপক্ষে দুই লেগের অ্যাগ্রিগেটের হিসেবে বার্সাকে বিদায় নিতে হয়েছিল। সেবার লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। এবার মেসির হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগের আসরে দুর্দান্ত সময় কাটছে বার্সার। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সার দলপতিকে তাই আরও একবার বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিলো কাতালান জায়ান্টরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো