Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে জাতীয় জুটমিলে আগুনের ঘটনায় তদন্ত কমিটি


২৩ জানুয়ারি ২০১৯ ১৩:২৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে আগুনের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় জুটমিলের ফিনিশিং সেকশনে আগুন লাগে। খবর পেয়ে সিরাজগঞ্জের তিনটি ও কামারখন্দ ফায়ার সার্ভিসের দুইটিসহ মোট পাঁচটি ইউনিট একযোগে কাজ শুরু করে আগুন নেভায়।

জাতীয় জুটমিলের প্রকল্প প্রধান ও মহা-ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, ফিনিশিং সেক্টরে রাখা বস্তার বেলে আগুন লাগায় প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ঘটনার তদন্তে প্রোডাকশন ম্যানেজার মো. রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রশাসন বিভাগের প্রধান সাফায়াত জামিল, হিসাব বিভাগের প্রধান মিলন চন্দ্র বর্মণ ও সিকিউরিটি অফিসার শাহীনুর রহমান। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএমএন

অগ্নিকাণ্ড জাতীয় জুটমিল

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর