Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসনের তফসিল ৩ ফেব্রুয়ারি


২২ জানুয়ারি ২০১৯ ২১:৫৩

সারাবাংলা ডেস্ক:
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী ৩ ফেব্রুয়ারি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘যেহেতু সংরক্ষিত আসনে ভোটাভোটি হয় না, তাই নির্বাচনটা এগিয়ে আনতে চাই। আগে ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা জানিয়েছিল কমিশন।’

সংরক্ষিত নারী আসনে কোনো হিজড়া প্রার্থী হতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘হিজড়া তৃতীয় লিঙ্গ হিসেবে আছেন। তবে যদি ভোটার হওয়ার ফরমে কেউ নারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন, তবে তিনি প্রার্থী হতে পারবেন।’

প্রসঙ্গত, সংরক্ষিত আসনের নির্বাচন আইন অনুযায়ী, দেশের যেকোনো যোগ্যতাসম্পন্ন নারীই প্রার্থী হতে পারবেন। তবে একজন প্রস্তাবক ও সমর্থক হতে হবে সংসদ সদস্যদের মধ্য থেকে। সূত্র: বাসস

/সারাবাংলা/ এমএনএইচ

তফসিল সংরক্ষিত আসন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর