Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বুলবুলকে ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা সম্ভব নয়’


২২ জানুয়ারি ২০১৯ ১৫:১০ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৫:৪৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।  

আহমেদ ইমতিয়াজ বুলবুলকে বাদ দিয়ে স্বাধীন বাংলাদেশের ইতিহাস রচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। সারাবাংলাকে তিনি বলেছেন, ‘বাংলা গানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের অবদান নিয়ে বলব না, স্বাধীন বাংলাদেশের ইতিহাসেই তিনি অনন্য। এদেশের ইতিহাস লিখতে গেলে বুলবুলকে বাদ দেওয়া যাবে না। তিনি গানের জন্য কিংবদন্তি হয়েছেন ঠিক, দেশের জন্যও তার করা কাজের ঋণ শোধ করা কখনো সম্ভব নয়।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালেই আফতাব নগরে তার বাসায় এসে ভিড় জমায় এককালের সহকর্মীরা। একে একে আসেন আত্মীয়-স্বজন ও বন্ধুরাও। সেখানে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি গণমাধ্যমকে প্রতিক্রিয়াও জানান তারা।

কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই

জনপ্রিয় ব্যান্ড মাইলস-এর সদস্য মানাম আহমেদ বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুলকে হারানো বাংলা গানের জন্য অপূরণীয় ক্ষতি। জানি না এ ক্ষতি পোষাবে কি করে! আমি খুব কষ্ট পাচ্ছি। এটা ভেবে খারাপ লাগছে যে তার সুর করা আর কোনো নতুন গান শুনতে পাবো না। বাংলা গান তাকে মিস করবে।’

আহমেদ ইমতিয়াজ বুলবুলকে শেষবার দেখতে এসেছিলেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎও। সারাবাংলাকে তিনি বলেছেন, ‘গানের জগতে প্রবেশের পর এমন দুঃখ কম দিনই পেয়েছি। আহমেদ ইমতিয়াজ বুলবুল এতো দ্রুত মারা যাবেন এমনটা কেউই হয়তো ভাবেন নি। সকালে যখন খবরটা শুনলাম অনেকক্ষণ কোনো কথা বলতে পারিনি আমি। বাংলা গানকে এখন কে দেখে রাখবে!’

বিজ্ঞাপন

বুধবার শহীদ মিনারে নেওয়া হবে বুলবুলের মরদেহ

আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক। ১৯৭০ দশকের শেষ লগ্ন থেকে অমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীত শিল্পে সক্রিয় ছিলেন তিনি। এ কাজের জন্য রাষ্ট্রীয় সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

১৯৭৮ সালে ‘মেঘ বিজলি বাদল’ ছবিতে সংগীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন বুলবুল। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনক চাঁপাসহ বাংলাদেশী প্রায় সকল জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে কাজ করেছেন তিনি।

‘আমাকে যেন ভুলে না যাও…’

উল্লেখ্য, ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধপরাধীর বিচারের সময়েও আন্তর্জাতিক অপরাধ আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষী হয়েছিলেন বুলবুল।

সারাবাংলা/টিএস/পিএ

আহমেদ ইমতিয়াজ বুলবুল এন্ড্রু কিশোর কুমার বিশ্বজিত মাইলস মানাম আহমেদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর