Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার সার্ভিস ও খাদ্য বিভাগের কর্মীদের সংঘর্ষে আহত ৫


২১ জানুয়ারি ২০১৯ ২১:২৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ২১:২৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরিশাল : রেশন দেওয়াকে কেন্দ্র করে বরিশালে ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে খাদ্য বিভাগের কর্মচারীদের সংঘর্ষ হয়েছে। এসময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার নগরীর বান্দ রোডের সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে।

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুরে তাদের জন্য নির্ধারিত রেশন নিতে আসেন। ওই সময় গোডাইনের শ্রমিকরা অন্য একটি কাজে ব্যস্ত ছিলেন। এজন্য দেরি হচ্ছিলো। বিষয়টি তাদের বুঝিয়ে একটু অপেক্ষা করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে দাবি এই কর্মকর্তার। তিনি জানান, একপর্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা উপ-খাদ্য পরিদর্শক হুমায়ুন কবির, উপ-সহকারী খাদ্য কর্মকর্তা তপন এবং দুইজন নিরাপত্তা প্রহরীকে মারধর করেন। এ সময় সদর উপজেলা খাদ্য পরিদর্শকের কার্যালয় ভাংচুর করা হয়, বেশকিছু ফাইলপত্রও লুট হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, তারা প্রতিমাসে সদর উপজেলা খাদ্য অফিস থেকে রেশন তোলেন। তবে প্রায়ই পরিমাপে কম রেশন দেওয়া হয়। এ নিয়ে আগে থেকেই ফায়ার সার্ভিসের কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। এরমধ্যে দুপুরে ফায়ার সার্ভিসের তিন কর্মী রেশন আনতে গেলে খাদ্য বিভাগের কর্মচারীরা টালবাহানা শুরু করে। এসময় পরিমাপে কম দেওয়ার প্রতিবাদ করায় খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ফায়ার সার্ভিস কর্মীদের আর রেশন দেবেন না এবং দিলেও ভোগান্তিতে ফেলার হুমকি দেন।

বিজ্ঞাপন

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে খাদ্য বিভাগের একজন কর্মকর্তা চেয়ার দিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মীকে আঘাত করেন বলে দাবি করেন মো. আলাউদ্দিন।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্য সদস্যরা সদর খাদ্য অফিসে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি সহ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা কাউকে মারধর কিংবা ভাংচুর করেনি বলে দাবী করেন এই কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

খাদ্য অধিদফতর ফায়ার সার্ভিস রেশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর