৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর
২১ জানুয়ারি ২০১৯ ০০:০৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ০০:০৪
।। উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নতুন করে ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২০ জানুয়ারি) রাতে পুলিশ সদর দফতরের একটি বিশ্বস্ত সূত্র সারাবাংলাকে পুলিশ নিয়োগে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় সভাপতিত্ব করতে গিয়ে সরকার প্রধান শেখ হাসিনা বলেন, প্রতিদিন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য পুলিশ বিভাগের অতিরিক্ত নিয়োগ প্রয়োজন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অবিলম্বে নতুন ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন তিনি।
এ বছরের মধ্যে বেশিরভাগ নিয়োগ সম্পন্ন করতে বলা হয়েছে। তবে নিয়োগের কিছু অংশ শেষ করতে বছর পেরিয়েও যেতে পারে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র। সূত্রটি আরও জানিয়েছে, সরকারের এই মেয়াদে ১ লাখ পুলিশ সদস্য নেওয়ার ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত হয়। তবে আগে ৫০ হাজার নিয়োগের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এর আগে, ২০১৫ সালের জানুয়ারির শেষ সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ হাজার নতুন পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া শেষ করার আদেশ দেন। তার নির্দেশনা পেয়ে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যথাযথ পদ্ধতিতে নিয়োগ সম্পন্ন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া ও পাবলিক) সোহেল রানা সারাবাংলাকে বলেন, ‘৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগের ফলে বর্তমানে বাংলাদেশে ২ লাখ ২০ হাজারের মতো পুলিশ সদস্য রয়েছে। আরও ৫০ হাজার সদস্য নিয়োগ হলে পুলিশের সক্ষমতা বাড়বে।’ প্রধানমন্ত্রীর এ রকম নির্দেশনার কথা পুলিশ সদস্যদের মাধ্যমেই তিনি জানতে পেরেছেন বলে জানান।
সারাবাংলা/ইউজে/টিআর