জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে: প্রধানমন্ত্রী
১৯ জানুয়ারি ২০১৯ ১৭:০৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১৯:৫২
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জানুয়ারি) আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ভোট দিয়ে ফের জনগণের সেবা করার সুযোগ দেওয়ায় বাংলার সর্বস্তরের মানুষের প্রতি এ সময় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: কড়া নিরাপত্তায় বিজয় সমাবেশ
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ আমাদের ভোট দিয়েছে। এবারের নির্বাচনে জনগণ স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। কামার, কুমার, জেলে, কৃষক, শ্রমিক, মজুর সকল স্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাই। আপনারা রায় দিয়ে আমাদের সুযোগ দিয়েছেন আপনাদের সেবা করার। জনগণের এ রায় অন্ধকার থেকে আলোর পথের যাত্রার রায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের কাছে যে অঙ্গীকার করেছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। যে কোনো ত্যাগের মাধ্যমে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে।’
আরও পড়ুন: বিজয় সমাবেশ ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
‘জনগণ আমাদের ভোট দিয়েছে, তাদের ভোটের মর্যাদা আমাদের রাখতে হবে’ বলে তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/একে
আরও পড়ুন:
বিজয় সমাবেশে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধানমন্ত্রী: কাদের
নির্বাচনের সাফল্যে ১৯ জানুয়ারি বিজয় সমাবেশ করবে আ. লীগ
গানে গানে শুরু হবে আ. লীগের সমাবেশ
বাংলার বাতিঘর আপনাকে অভিবাদন
আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান