Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


১৮ জানুয়ারি ২০১৯ ১২:৪৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃধক দুঘর্টনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে সদরের মজু চৌধুরী হাট ও লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মান্দারি বাজারে এ দুর্ঘটনা ঘটেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতরা হলেন
সুমি আক্তার ও শাহজাহান মিয়া। মৃতদের বাড়ি সদর উপজেলার চর রমনী গ্রামের দরবার শরীফ ও সদর উপজেলার পূর্ব মান্দারি গ্রামে।

পুলিশ ও মৃতদের স্বজনরা জানান, মজু চৌধুরী হাট সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী জয়দল বন্ধসী ও তার স্ত্রী সুমি আক্তার গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার সুমি আক্তারকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মান্দারি বাজার এলাকায় সড়কে গাছ কাটার রসি ছিঁড়ে ছিটকে পরে পথচারী মো. শাহজাহান গুরুত্বর আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, পৃথক দুটি দুর্ঘটনায় কেউ থানায় অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ

গাড়ি দুর্ঘটনা লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর