টাঙ্গাইলে বাস খাদে পড়ে ২ জনের মৃত্যু
১৭ জানুয়ারি ২০১৯ ১৫:০৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ১৬:০৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
টাঙ্গাইল: টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলায় প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দু’জনের মৃত্যু হয়ে। এতে আহত হয়েছেন আরও ২৫ জন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে বাংড়া ইউনিয়ন পরিষদসংলগ্ন নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, দুপুরের দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে প্রায় দুইঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় সড়কের উভয় পাশে ৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। কালিহাতী থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
সারাবাংলা/এমএইচ