Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের যৌথ সভা বিকেলে


১২ জানুয়ারি ২০১৯ ১৫:১৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথ সভা বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। শনিবার (১২ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগ সদস্য উপস্থিত হয়েছেন।

আওয়ামী লীগ সভাপতির আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা জিরোপয়েন্টে রাস্তার পাশে অবস্থান নিয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন।

প্রধানমন্ত্রীরর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পল্টন মোড় হয়ে জিরোপয়েন্ট ও গুলিস্তানগামী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ একাদশ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর