Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার


১২ জানুয়ারি ২০১৯ ১৫:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আজিজুল হককে (৫৫) গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শুক্রবার (১১ জানুয়ারি) গভীর রাতে নগরীর বাকলিয়া থানার সুরভী আবাসিক এলাকায় বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।

আজিজুল হক বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি শ্রীপুর চেয়ারম্যান বাড়ির মৃত নুর হোসেনের ছেলে।

তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের অনুসারী হিসেবে তিনি একসময় এলাকায় প্রভাবশালী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, ২০১২ সালে কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, হত্যাচেষ্টাসহ আরও চারটি মামলা আছে।

সারাবাংলা/আরডি/এমএইচ

নাশকতা মামলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর