Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি সংলাপের নামে ভাওতাবাজি করছে: তথ্যমন্ত্রী


১২ জানুয়ারি ২০১৯ ১৫:০৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ১৫:৩২

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট।।

ঢাকা: ‌বিএন‌পি বহুল প্রশংসিত নির্বাচনে হেরে নিজের ব্যর্থতা ঢাকতে সংলাপের নামে ভাওতাবাজির কথা বলছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

ড. কামাল হোসেন ও বিএনপি সংলাপের নামে ভাওতাবাজির কথা বলছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ‘একাদশ নির্বাচন বহুল প্রশং‌সিত নির্বাচন। এই সদ্যসমাপ্ত নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে কম সহিংসতা হয়েছে; যা বিশ্বব্যাপী প্রশংসিত, ইতিহাসে বিরল।’

বিএনপি ও তাদের সহযোগী কিছু নেতার চিকিৎসা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ‘তারা বহুল প্রশংসিত নির্বাচনে হেরে সংলাপের কথা বলছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা এ ধরনের কথা বলছেন। তাদের মানসিক ও শারীরিক চিকিৎসা দরকার।’

‌বিএন‌পির ক‌ঠোর সমা‌লোচনা ক‌রে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা নির্বাচন বাণিজ্য করবেন, ৩০০ আসনে ৮০০ জনকে মনোনয়ন দেবেন। আবার জয়লাভের কথা বলবেন, জনগণ কি বোকা? নমিনেশন বাণিজ্য যারা করেছেন জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা ২০১৪ সালে মানুষ পুড়িয়ে মেরেছেন। স্কুলগামী শিক্ষারর্থীদের ওপর বোমা মেরেছেন। মনে রাখবেন বোমাবাজি করে ত্রাস করা যায়, ভোট পাওয়া যায় না। সবার আগে বিএনপির নেতৃত্ব প্রয়োজন, তবেই জনগণ আপনাদের গ্রহণ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও স্বাধীনতা পূর্ণতা পায়নি, শূন্যতা অনুভব করেছিল দেশ। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরলেই এর পূর্ণতা আসে। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে উন্নয়নের দিকে নিয়ে আসেন। কিন্তু ঘাতকরা সেই উন্নয়ন সহ্য করতে পারিনি। তারা জাতির পিতাকে হত্যা করে। তার কন্যা ক্ষমতায় এসে দরিদ্র রাষ্ট্রকে আজ মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আক্তার হোসেনসহ অন্যরা।

সারাবাংলা/এমএইচ/একে

ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর