Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নস্টালজিয়ায় ভাসাল ‘প্রেম আমার-২’ এর টাইটেল ট্র্যাক


১১ জানুয়ারি ২০১৯ ১৩:২৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ১৩:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

কলেজ জীবনের প্রেমে যে আবেগ মিশে থাকে, সেই আবেগ হয়ত অন্য কোনো কিছুতে থাকে না। যেন জীবনের রুক্ষ নাট্যশালায় সুক্ষ্ম নৃত্য, ছায়াঘন মনে ক্ষণিক আলোর প্রভুত্ব।

জীবনের এক পর্যায়ে কেটে যায় আবেগ। স্মৃতি হয়ে জমাট বেঁধে রয় মনের ভেতর। তারপর কোন এক সময় মনে পড়ে সেই স্মৃতি। নষ্টালজিক হয়ে যায় মানুষ। স্মৃতি হাতড়ায় মনের অগোচরে।

কলেজ জীবনের সেই মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান দেখা যাবে ‘প্রেম আমার-২’ ছবিতে। যেখানে অদ্রিত-পূজার রসায়ন মুহূর্তেই নিয়ে যাবে কলেজ করিডোরে। ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এবার মুক্তি পেল টাইটেল ট্র্যাক। গানে দুই বাংলার এই লাভ বার্ডসের নজরকাড়া রসায়ন প্রশংসার দাবি রাখে। একসঙ্গে ক্লাস করা, লাইব্রেরিতে দুষ্টুমি, খুনসুটি, দুজন মিলে তেপান্তরের মাঠে হারিয়ে যাওয়া- কি নেই গানে!

বিজ্ঞাপন

এছাড়া গানকে ভিন্ন মাত্রা দিয়েছে স্যাভির সংগীতায়োজন আর কুনাল গাঞ্জাওয়ালার মতো শিল্পীর কণ্ঠে গান। যা মানুষকে মোহাচ্ছন্ন করে রাখতে যথেষ্ট।

রাজ চক্রবর্তীর গল্পে ছবিটি পরিচালনা করেছেন বিদুলা ভট্টাচার্য। জানুয়ারিতে এটি মুক্তি পাবে। যৌথভাবে ‘প্রেম আমার-২’ প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস। মূলত ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘প্রেম আমার’ ছবির সিক্যুয়াল এটি। সোহম-পায়েল অভিনীত ছবিটি তখন সাড়া জাগিয়েছিল। তাদের সেই সফলতা পূজা-অদ্রিত বজায় রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়!

সারাবাংলা/আরএসও/পিএ

গান দেখুন:

বিজ্ঞাপন

আরো