Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঝুঁকি নিয়ে কাজ করায় সাংবাদিকদের কল্যাণে পদক্ষেপ নেওয়া হবে’


১০ জানুয়ারি ২০১৯ ১৩:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঝুঁকিপূর্ণ পেশা সাংবাদিকতায় কর্মরত গণমাধ্যমকর্মীদের কল্যাণে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) মন্ত্রীর নিজ দফতরে সাংবাদিকদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সাংবাদিকরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিকাশের জন্য ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। তাদের কল্যাণে পদক্ষেপ নেওয়া হবে।

এসময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। তিনি টেলিভিশন সাংবাদিকতা সবার জন্য বিকশিত করেছেন।

গত দশ বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, অনলাইন পত্রিকা সমূহ ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করে গণমাধ্যমে বিরাজমান বিভিন্ন ত্রুটির বিষয়ে করণীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এএইচএইচ/এনএইচ

ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর