Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু


১০ জানুয়ারি ২০১৯ ০৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

নির্বাচনি সহিংসতায় গুরুতর আহত লাকসাম উপজেলার বাকৈই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফয়জুল্লাহ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৯ জানুয়ারি) রাত ৮.৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

মৃতের পরিবারকে সান্ত্বনা দিতে রাত ১১.০০ টায় ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়েছেন এল জি আর ডি মন্ত্রী মো. তাজুল ইসলাম। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই ঘটনার জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করে মন্ত্রী বলেন, ‘দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।’

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় সহিংসতায় মোহাম্মদ ফয়জুল্লাহ গুরুতর হয়েছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/এনএইচ

বিজ্ঞাপন

আরো