Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ভটভটি-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু


৯ জানুয়ারি ২০১৯ ২২:১৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০১৯ ২২:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বগুড়া: বগুড়া শহরের বাইপাস সড়কে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বগুড়া সদর থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের মানিকচক বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন, বগুড়া শাহ সুলতান কলেজের ছাত্র স্বাধীন (২২), সিএনজি অটোরিক্সা চালক ছামেদ আলী মোল্লা (৩৮), মাজের আলী (৬২) ও ইব্রাহিম(৫)। এরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

আরও পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের মাটিডালি মোড় থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা মানিকচর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা গাছের গুড়িবাহী একটি ভটভটির সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যায়। আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক শিশু মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক ও বাকি একজনের মৃত্যু হয়।

ওসি বদিউজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীসহ নিহত ৩

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু

বগুড়া সড়ক দুঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর